প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু বীমা চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বারইয়ারহাট সার্ভিস সেল অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইভিপি এবং চট্টগ্রাম সার্ভিস সেলের ইনচার্জ জনাব মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচআর চট্টগ্রাম সার্ভিস সেলের জিএম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,
বারইয়ারহাট রবিউল আউয়াল ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন, বারইয়ারহাট শাহ আমানত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, এছাড়াও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বারইয়ারহাট সার্ভিস সেলের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সময় সীতাকুণ্ড ডিপোতে ভয়াবহ বিষ্ফোরনে নিহত শাহাদাত হোসেনের মৃত্যু বীমা চেক ২,৭২,৪৪০ টাকা নমিনী মায়ের কাছে হস্তান্তর করা হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন
বারইয়ারহাট সার্ভিস সেলের ডিজিএম ইনচার্জ জনাব মোহাম্মদ আইয়ুব খান এবং সঞ্চালনা করেন বারইয়ারহাট সার্ভিস সেলের এজিএম জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে
অনুষ্ঠান শুরু হয় এর পর দুর্ঘটনায় মৃত্যু হওয়া নিহত মরহুম সাহাদাত হোসেন এর জন্য দোয়া ও মোনাজাত করা হয় পরে সাহাদাত হোসেন এর মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও বীমা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা।