হাটহাটহাজারীতে ঐতিহ্যবাহী শিক্ষামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি প্রতিযোগীতা ২৩ এর বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালের দিকে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার সভাপতি মো.ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিএ বোর্ড মেম্বার ও উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন শাহ্।
বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মীর আশকার আহমেদ ও সুমি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিঃ এর চেয়ারম্যান মো.রাশেদ।
এতে মুখ্য আলোচক অধ্যাপক ডঃ বখতেয়ার উদ্দীন, গেস্ট অব অনার হিসেবে উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো.নুর খান, মোটিভেশনাল স্পিকার হিসেবে অধ্যাপক মেজর (অব.) নুরুল হুদা কুতুবী, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বাবু রনজিত কুমার নাথ, এনামুল হক চৌধুরী, লায়ন ডাঃ হাফিজুর রহমান, মোর্শারফ হোসেন চৌধুরী, আবু মুসা জয়, মোঃ আব্দুল কাদের ও সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বমোট ১১০০ জন শিক্ষার্থীর মধ্য হতে স্টুডেন্ট অব দ্যা ইয়ার প্রাপ্ত হয়ে ল্যাপটপ বিজয়ী হন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা আফিফা ইবনাত ও সর্বমোট ১০০জনকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।