চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দিদারুল আলম নির্বাচন থেকে সরে এসে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, সারা দেশব্যাপী যেভাবে বিভিন্ন সংসদ সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম নিয়েছিলেন একইভাবে আমিও প্রতিনিধির মাধ্যমে একটি ফরম নিয়েছি। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে আসার সীদ্ধান্ত নিয়েছি। দল যাকে নমিনেশন দিয়েছে আমিও তাকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন চাপের কাছে নতি স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, সংসদীয় আসন ২৮১, চট্টগ্রাম -৪ সীতাকুণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত গত দুবারের এমপি আলহাজ্ব দিদারুল আলম। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় সীদ্ধান্তে মনোনয়ন না পেয়ে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি।