মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম শুভ আগমন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি খালেদ মাহমুদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, মাহমুদুল হাসান, ওমর ফারুক মাসুদ, মো. মঈন উদ্দিন তালুকদার, মো. আলমগীর হোসেন, কাঞ্চন মিয়া, তকি উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ।