আগামী রোববার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চট্টগ্রাম আগমন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মিছিলটি ধামাইরহাট ভি.এইড পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয়ে মরিয়মনগর -গাবতল ডিসি সড়কের বণা পুকুর পাড়, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গেইট প্রদক্ষিণ শেষে ধামাইরহাট বাজার চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাস্টার খুরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সদস্য এডভোকেট নিখিল কুমার নাথ, আওয়ামী লীগ নেতা মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, আলমগীর হোসেন , মাস্টার মুছা, জসিম উদ্দিন তালুকদার, এস.এম. ইদ্রিস, সৈয়দ জাহেদুল হক, জাহাঙ্গীর আলম মন্ডল, শাহেদ আহমেদ, শরীফুল ইসলাম সাইমন, প্রনব শীল জিকু, কাজী শাওয়াল প্রমুখ।