বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মন্জুরী কমিশন ( ইউজিসি) কর্তৃক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ জীব বিজ্ঞান অনুষদ থেকে রাউজান উপজেলার এয়াছিন নগর গ্রামের অধিবাসী অধ্যক্ষ শামসুল হুদা ও হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা তসলিমা আকতার চৌধুরীর মেয়ে তাহসিন শামস সাদিয়া সহ বিভিন্ন বিভাগ থেকে সর্বমোট আট জন শিক্ষার্থী ” প্রধান মন্ত্রী স্বর্ণ পদক ২০১৯ ” এর জন্য মনোনীত হয়েছে।
এরা সবাই নিজ নিজ অনুষদে স্নাতক সর্বোচ্চ সিজিপিএ ধারী শিক্ষার্থী। খুব শীঘ্রই প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে পদক হস্তান্তর করবেন বলে জানা গেছে।
প্রধান মন্ত্রী স্বর্ণ পদকে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে আট জন হলো যথাক্রমে ১। তাহসিন শামস সাদিয়া, মৃত্তিকা বিজ্ঞান ( ৩.৯৭) ২। মোঃ নুর আলী,ফরেষ্ট্রী বিভাগ (৩.৯৬) ৩। তাসফিকা খানম,ফিন্যান্স বিভাগ (৩.৯২) ৪। জহির ফোরকান,আরবী বিভাগ (৩.৮৫) ৫। মোঃ নেওয়াজ জামিল,কম্পিউটার সায়েন্স (৩.৮৪) ৬। রাইয়ান আহমেদ, মেরিন সায়েন্স এন্ড ফিসারীজ(৩.৮১) ৭। উম্মে হাবীবা,আইন বিভাগ (৩.৭৪) ৮। জান্নাতুল ফেরদৌস, অর্থনীতি বিভাগ (৩.৭২)।
উল্লেখ্য,তাহসিন শামস সাদিয়া হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ ইউছুপ চৌধুরী বাড়ীর মরহুম আবুল বশর চৌধুরীর নাতনী এবং পাক্ষিক উত্তর চট্টলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল এর ভাগিনী।