হাটহাজারী বাজারের সাবেক প্রবীণ ব্যবসায়ী আবদুল মালেক সওদাগর (৮৮) ইন্তেকাল করেছেন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, র্যাংগস ফার্মাসিউটিক্যালসের এমআর আবু নাঈম ও সাব রেজিষ্টার বেলাল হোসেনের পিতা মেখল ইউপির ৯ নং ওয়াডস্থ হাজী ওয়ালী তালুকদার বাড়ী নিবাসী আবদুল মালেক সওদাগর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তার স্বজনরা তাকে নগরীর একটি হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।