হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডস্থ ক্যাফে হামিদা বিল্ডিংয়ের মালিক, মেখল ফকিরহাট জামে মসজিদ ও মেখল ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (সাবেক) আলহাজ্ব নুরুল আলম সওদাগর (৮৭) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহে—রাজেউন)।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৫ টা ২০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, পৌর সদরস্থ ‘ক্যাফে হামিদা হোটেল’ এবং ‘ইজি ট্রাভেল এন্ড ট্যুরস’ এর ডিরেক্টর প্রবাসী জয়নাল আবেদীন ও আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ব্যারিস্টার আশরাফ উদ্দিন (জীবন) এর পিতা পৌরসভার পূর্ব দেওয়াননগর এলাকায় ৩ নং ওয়াডস্থ নুরুল আলম সওদাগর বাড়ীর মৃত আমজাদ আলীর পুত্র আলহাজ্ব নুরুল আলম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার ১৬ এপ্রিল হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে গত বৃহস্পতিবার রাতে ৯ দিন পর তাকে বাসায় নিয়ে আসা হয়। এবং শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মো.জয়নাল আবেদীন সকাল ৮ টার দিকে এ প্রতিবেদক কে জানান, একইদিন শনিবার আছর নামাজের পর মেখল ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজের পর তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে মরহুমের মৃত্যুতে স্থানীয় সাংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।