হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীন শিক্ষাবিদ, প্রধান শিক্ষক শান্তি মাধব বড়ুয়া (৯০) পরলোক গমন করেছেন।
শুক্রবার (২৬ মে) চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। এই প্রবীন শিক্ষাবিদ এর মৃত্যুতে মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি, মির্জাপুর পালি কলেজ পরিচালনা পরিষদ, ধর্মানন্দ – ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্ট, হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতি সংবাদ পত্রে প্রদত্ত পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক তাঁর পারলৌকিক শান্তি কামনা করেছেন এবং এই প্রবীন শিক্ষাব্রতীর মৃত্যুতে সমাজ এক নিবেদিত প্রান শিক্ষাব্রতীকে হারালেন। তাঁর মৃত্যুতে সমাজের যে ক্ষতি সাধিত হয়েছে তা পুরন করা কঠিন হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন।