চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রান্তিক কৃষকদের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে জনতা ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে প্রান্তিক পর্যায়ের ১৩ জন কৃষকদের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার টাকা কৃষি ঋণ বিতরন করা হয়।
ঋণ বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক জনাব এস এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রাম এরিয়া অফিস বি’র সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) জনাব মোহাম্মদ নুরুল আলম, জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় সহকারী ব্যবস্থাপক জনাব অমল কান্তি দাস।
আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক জনাব এস এম জাহিদুন্নবী সহ সকল কর্মকর্তা বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এস এম আব্দুল ওয়াদুদ বলেন, কৃষকরা হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। জনতা ব্যাংক পিএলসি সব সময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।