রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাহিম দ্যা রাইডার এর উদ্যোগে জার্সি উম্মোচন ও স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান অনুষ্ঠান কাপ্তাইয়ের নিসর্গ ভ্যালি রেস্টুরেন্টে আজ বুধবার (৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মো. সোলায়মান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।
উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন চৌমুহনী আল মদিনা অয়েল এজেন্সির স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম।
ফাহিম দ্যা রাইডার’ এর অ্যাডমিন ইমাম আজম ফাহিম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দিদার আলম, ব্যবসায়ী কামাল সওদাগর, ব্যবসায়ী নেতা আমির হামজা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. আবু বক্কর প্রমুখ।
শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।