মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র নবম তম রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বারইয়ারহাট পৌরসভার গ্রীণ টাওয়ারের অর্কিড ফ্যাশন ওয়্যারে অনুষ্ঠিত হয়েছে। এইদিন প্রায় ১’শত জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে দায়িত্ব পালন করেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন তানবীর,আবু তৈয়ব, ইমন হাসান, সদস্য জাবেদ ভূঁইয়া, আবদুল আল নোমান, জাহেদুল ইসলাম, মাইনুল, আনোয়ার হোসেন, আজাদ, শরীফ প্রমুখ।