জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সরফভাটার ঐতিহ্যবাহী খেলার মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে সরফভাটার ২৬টি স্কুলের ২০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।