জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে অসহায় দরিদ্র, শ্রমজীবী, পথচারী রোজাদারদের ইফতার ও পানি বিতরণ করা হয়। এসম উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচসহ উপজেলা যুবলীগ, রাঙ্গুনিয়া পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদকবৃন্দসহ বিভিন্ন স্তরের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমের শুরুতে মোনাজাতের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন রোয়াজারহাট মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আলমগীর। শেষে তিন শতাধিক মানুষের মধ্যে রান্না করা ইফতার ও পানি বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায় দরিদ্র ও পথচারীদের মাঝে রান্নাকরা ইফতার বিতরণ করা হয়।