সন্দ্বীপে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে দশটায় আবদুল হাকিম পাবলিক অডিটরিয়াম সংলগ্ন বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা । বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার রেজাউন নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম , হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম , উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আবদুল খালেক, প্রমুখ।