লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মোহাম্মদ ওরহান।
আগীম শুক্রবার (২৬ মে ) বিকালে বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে করে সক্রিয় হয়ে উঠেছেন নেতৃবৃন্দ। সেই সঙ্গে সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে মাঠেও নেমেছে পদ প্রত্যাশীরা। ইতিমধ্যে সাধারণ সম্পাদক একাধিক থাকলেও আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মোহাম্মদ ওরহান।
১৯৯৬ সালে উপজেলার বড়হাতিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া ওরহান মালপুকুরিয়া মাদ্রাসার থেকে ২০১৪ সালে দাখিল, চট্টগ্রাম বায়তুশ শরফ মাদ্রাসা থেকে ২০১৬ সালে আলিম, চট্টগ্রাম কলেজ থেকে ২০২০ সালে অনার্স এবং ২০১৯ সালে দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন।
পদপ্রত্যাশী ফয়সাল মোহাম্মদ ওরহান ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০১৭ সালে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন।
এছাড়াও ২০১৫ সালে নির্বাচিত হন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লোহাগাড়া উপজেলা শাখার সহ-সাংস্কৃতিক সম্পাদক (রাসেল-বেলাল কমিটি)। বর্তমানে বড়হাতিয়া মালপুকুরিয়া মিসকাতুল উলুম মাদ্রাসার সুপারভাইজার ও বিদ্যোৎসাহী সদস্য, এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
জানতে চাইলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মোহাম্মদ ওরহান বলেন, সাড়ে ৩ বছর ইউনিয়নে ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম। দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে অংশ নিয়ে সক্রিয় থেকে সংগঠনকে আমাদের হাতে নিরাপদ রেখেছিলাম ছাত্রলীগকে, দায়িত্ব পেলে যুবলীগকেও নিরাপদ ও আরও সংগঠিত করব ইনশাআল্লাহ ।
তিনি আরো বলেন, আমার অতীত রাজনীতি বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন মানবিক কাজে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি, যা বর্তমানে মানবিক কেন্দ্রীয় যুবলীগের কর্মকান্ডের সাথে সামঞ্জস্য প্রায়।
কেননা করোনাকালে ২০২০ সালে বড়হাতিয়ার গরীব অসহায় কৃষকদের ২৮৯ শতক ধান কাটা হয়েছিল আমার নেতৃত্বে, ১১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিয়েছি আমরা।
জনসচেতনতামূলক কাজ সহ ঘরবন্দী মানুষের পাশে ছিলাম সবসময়, ছাত্রলীগের রাজনীতি শেষে যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে বড়হাতিয়া যুবলীগ কে আলাদা একটা প্লাটফর্মে নিয়ে আসতে পারবো এটা আমার দৃঢ বিশ্বাস।
সম্মেলনে আমি যোগ্য পদ পাব বলে আশা রাখি।’ আশা করি নতুন কমিটিতে যুবলীগ আমাকে মূল্যায়ন করবে। নেতৃবৃন্দ দায়িত্ব দিলে জাতির জনক শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।
তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, বিগত দিনে যার ত্যাগ রয়েছে। রাজপথে থেকে বিএনপি-জামায়াত-শিবিরের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা দীর্ঘদিন থেকে ত্যাগ স্বীকার করে মুজিব আদর্শ ধারণ করে রাজনীতি করে এসেছেন তাদের যেন মূল্যায়ন করা হয়।
এদিকে, উপজেলা যুবলীগের সূত্রে জানা গেছে, আগামী ২৬শে মে শুক্রবার সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছে সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ জরুরি সভাও করা হয়েছে । এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করবেন সে লক্ষে আমরা প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।