চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে মীরসরাই এসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা এর উদ্যোগে বন্যা পরবর্তী পূর্ণবাসন সহযোগিতায় ১০ লাখ ৭১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হলো।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকার সময় মীরসরাই উপজেলার পরিষদ প্রাঙ্গনে এই সহায়তা বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মীরসরাই এসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন সদস্য আব্দুল মতিন, ইকবাল হোসেন সহ মীরসরাই উপজেলার সমাজ কর্মীরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন বলেন সাম্প্রতিক বন্যায় পাহাড়ি ঢলে ৯ টি ইউনিয়নের অনেক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি ও ফসিলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রায় ২০০ পরিবারকে সহয়তা করেছি, বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি । এখনো অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা প্রয়োজন।