‘দক্ষ যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। মীরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১লা নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস পালনের অংশ হিসেবে উপজেলা চত্ত্বর থেকে সকালে বর্ণিল যুব র্যালি বের হয়।এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠন থেকে আগত যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।
র্যালি শেষে আলোচনা পর্বে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশ, সংগঠনের পক্ষে নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন এবং আত্নকর্মী তফাজ্জল হোসেন প্রমুখ। আলোচনা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। আলোচনা পর্বে বক্তারা যুব সমাজকে সরকারি বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সস্পদ হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করার আহবান জানান।
জাতীয় যুব দিবস উদযাপনের এ আয়োজনে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন, অভিযান ক্লাব, বিজলী ক্লাব, শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, নির্বাণ যুব সংঘ, অদম্য যুব সংঘ, ঝংকার, সৃজন যুব সংঘ, হিতকরী যুব সংঘ, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সমিতি, ইউসাম, দুর্বাদল সমাজ উন্নয়ন সংস্থা, উত্তরণ, রক্তিম ক্লাব করেরহাট, দক্ষিণ আমবাড়ীয়া যুব কল্যাণ সংঘ, অনির্বান যুব ক্লাব, নবউদয় সংঘ প্রমুখ।