চট্টগ্রাম 1:22 am, Thursday, 14 November 2024

বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

২৫ নভেম্বর স্হানীয় সময় রাত সাড়ে এগারটায় সৌদীআরবের রাজধানী রিয়াদে বাংলাদেশী সেবামূলক প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিক এর উদ্যোগে কেরালা মার্কেট ও ইয়েমেনী মার্কেট এর বাংলাদেশী অর্ধশতাধিক ব্যবসায়ীর সাথে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সানসিটি ক্লিনিক(ডিএমসি) এর ব্যবস্হাপনা পরিচালক(এম.ডি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও মার্কেটিং এডভাইজার বেলাল হোসেন এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সানসিটি ক্লিনিক এর ইনচার্জ (ডিএমসি-ডিএমডি) সাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর মার্কেটিং জাকির হোসেন, মার্কেট ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, মার্কেটিং এক্সিকিউটিভ এটিএম রেজাউল করিম, মার্কেটিং অফিসার ছাদেক বক্তৃতা করেন।

আলোচনায় অডিয়েন্স থেকে অংশ নেন যথাক্রমে- হারুন, নুরুল আলম, মঈনুদ্দিন, মমিন, কামাল হোসেন, তাজুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম।

রিয়াদে সৌদী ইন্ডিয়ান বহু ক্লিনিক বা হাসপাতাল থাকলেও গত ৭বছর পূর্বে বাংলাদেশী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। একজন সৌদি নাগরিক এটিকে নিজের বলে দাবী করে। ফলে ঢাকা মেডিকেল নিয়ে মামলা চলমান রয়েছে। ঢাকা মেডিকেল সেন্টার গ্রুপ এর ব্যবস্হাপনা পরিচালক পর্ষদ আরো একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে রিয়াদে। সেটিই হ’ল সানসিটি ক্লিনিক। সৌদী ও সৌদীআরব প্রবাসী নাগরিকগণ সানসিটি ক্লিনিকে এসে সেবা গ্রহন করে থাকেন। একটা ক্লিনিকে ক্লিনিক্যাল সাপোর্ট বলতে যা বুঝায় তার প্রায় সবকিছুই সানসিটি ক্লিনিকে বহাল রয়েছে।

বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো ও ইহার মালিকগণ কিভাবে বাংলাদেশী এ ক্লিনিককে সহযোগীতা করতে পারে এবং ক্লিনিক বাংলাদেশী ব্যবসায়ী ও সর্বোস্তরের প্রবাসীদের কিভাবে সেবা দিতে পারে এ নিয়ে বিশদ আলোচনা হয় যা বাস্তবায়নে সানসিটি ক্লিনিক রিয়াদে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার প্রস্তাবনার নিরিখে সানসিটি কর্তৃপক্ষ ঐক্যমত্ব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতি ও প্রত্যয় ব্যক্ত করে।

সভা শেষে উপস্হিত সকলকে নৈশভোজ প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে আমির হোসেন ও কামরুল হাসানের নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী

বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

Update Time : 09:58:14 pm, Sunday, 26 November 2023

২৫ নভেম্বর স্হানীয় সময় রাত সাড়ে এগারটায় সৌদীআরবের রাজধানী রিয়াদে বাংলাদেশী সেবামূলক প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিক এর উদ্যোগে কেরালা মার্কেট ও ইয়েমেনী মার্কেট এর বাংলাদেশী অর্ধশতাধিক ব্যবসায়ীর সাথে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সানসিটি ক্লিনিক(ডিএমসি) এর ব্যবস্হাপনা পরিচালক(এম.ডি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও মার্কেটিং এডভাইজার বেলাল হোসেন এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সানসিটি ক্লিনিক এর ইনচার্জ (ডিএমসি-ডিএমডি) সাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর মার্কেটিং জাকির হোসেন, মার্কেট ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, মার্কেটিং এক্সিকিউটিভ এটিএম রেজাউল করিম, মার্কেটিং অফিসার ছাদেক বক্তৃতা করেন।

আলোচনায় অডিয়েন্স থেকে অংশ নেন যথাক্রমে- হারুন, নুরুল আলম, মঈনুদ্দিন, মমিন, কামাল হোসেন, তাজুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম।

রিয়াদে সৌদী ইন্ডিয়ান বহু ক্লিনিক বা হাসপাতাল থাকলেও গত ৭বছর পূর্বে বাংলাদেশী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। একজন সৌদি নাগরিক এটিকে নিজের বলে দাবী করে। ফলে ঢাকা মেডিকেল নিয়ে মামলা চলমান রয়েছে। ঢাকা মেডিকেল সেন্টার গ্রুপ এর ব্যবস্হাপনা পরিচালক পর্ষদ আরো একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে রিয়াদে। সেটিই হ’ল সানসিটি ক্লিনিক। সৌদী ও সৌদীআরব প্রবাসী নাগরিকগণ সানসিটি ক্লিনিকে এসে সেবা গ্রহন করে থাকেন। একটা ক্লিনিকে ক্লিনিক্যাল সাপোর্ট বলতে যা বুঝায় তার প্রায় সবকিছুই সানসিটি ক্লিনিকে বহাল রয়েছে।

বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো ও ইহার মালিকগণ কিভাবে বাংলাদেশী এ ক্লিনিককে সহযোগীতা করতে পারে এবং ক্লিনিক বাংলাদেশী ব্যবসায়ী ও সর্বোস্তরের প্রবাসীদের কিভাবে সেবা দিতে পারে এ নিয়ে বিশদ আলোচনা হয় যা বাস্তবায়নে সানসিটি ক্লিনিক রিয়াদে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার প্রস্তাবনার নিরিখে সানসিটি কর্তৃপক্ষ ঐক্যমত্ব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতি ও প্রত্যয় ব্যক্ত করে।

সভা শেষে উপস্হিত সকলকে নৈশভোজ প্রদান করা হয়েছে।