বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিনিউটি ফোরাম সদস্যদের ষান্মাসিক পরিকল্পনা সভা ১৬ অক্টোবর ২৩ বিকেল ৪ টায় সংস্থার এনাম নাহার মোড় সন্দ্বীপ শাখার কার্যালয়ের হল রুমে কমনিউটি ফোরামের সভাপতি আবুল কাশেম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক শামসুদ্দীনের, নারী প্রগতি সংঘ এনাম নাহার মোড় শাখার প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিনের সঞ্চারনায় এতে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন এনাম নাহার বালিকা বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাধদ চন্দ্র দাশ, সন্দ্বীপ প্রেস ক্লাব সহ সভাপতি মাস্টার সাইফুল ইসলাম ইনসাফ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, কমিনিউটি ফোরামের সাধারণ সম্পাদক আতাউল হাকিম, হারামিয়া ইউপি সদস্য লুনা বেগম, পারুল বেগম, কাজী শরিফুজ্জামান, মোঁ শাহাজাহান, হুমায়ুন মেম্বার, সাবেক ইউপি সদস্য লিটন চন্দ্র দাশ, কাজল রাণী রায় প্রুমখ। সভায় নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সরকারি সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।