বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদের করেরহাট ইউনিয়ন শাখার উদ্যগে দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ০২ ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রাজকুমার কমিনিটি সেন্টারে শ্রী কালাচাঁদ চৌধুরীর সভাপতিত্বে, বাবলু কুমার ঘোষ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী স্বপন চৌধুরী।
অনুষ্ঠান উদ্ভোধন করেন মীরসরাই উপজেলার বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদের সভাপতি শ্রী সুভাষ সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার পূজা উদ্ যাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী শ্যামলেন্দু দাশ।
অতিথি হিসেবে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন এর চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম জেলার বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদের সদস্য শ্রী অনির্বান চৌধুরী রাজীব, মীরসরাই উপজেলার বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সজল শীল,মীরসরাই উপজেলার বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী দিলীপ কুমার বণিক, করের হাট শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কৃপেন্দ্র কুমার পাল সহ করেরহাট ইউনিয়ন এর বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা।
বক্তারা এসময় বলেন, সন্তান ধর্মাবলম্বী লোকদের পাশে থেকে কাজ করে যাবে।এ কমিটির নেতা যারাই হোন আমাদের পূজা উদ্ যাপন যেনো সুন্দর সঠিক ভাবে পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি শ্রী স্বপন চৌধুরী বলেন,
জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানব সেবা বড় ধর্ম, কারো সেবা করতে কোন বড় পদ পদবীর প্রয়োজন হয় না দরকার শুধু ইচ্ছা। আসুন সবাই এক সাথ হয়ে অসাম্প্রদায়িক সুন্দর পৃথিবী গড়ে তুলি।