আনুষ্ঠানিকভাবে নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখা। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি রাত ৮ টায় প্রেসক্লাবের সভা কক্ষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
বার্ষিক ক্যালেন্ডার ২০২৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইলিয়াছ সুমন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী গাছুয়ার কৃতি সন্তান মুহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী শিমুল ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী। বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক সংগঠনের উপদেষ্টা আক্তারুজ্জামান সুজন, আজিমপুর হাইস্কুলের প্রধানশিক্ষক সংগঠনের উপদেষ্টা বিষ্ণু পদ রায়, সংগঠনের সহ সভাপতি জামাল আবদুল নাছির শাহী, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, সদস্য ফখরুদ্দিন রাজী প্রমুখ।