জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা প্রতিপাদ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐকবদ্ধতায় অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো স্লোগানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ঈদ পূর্ণ মিলনী ৩০ জুন সন্ধ্যা ৭ টায় এনাম নাহার মোড় হোটেল তাজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কাজী শামসুল আহসান খোকন, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যাপক ফসিউল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ-সভাপতি সন্দ্বীপ জার্ণাল সম্পাদক ইসতিয়াক আহমেদ মেহরাজ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জামাল আবদুল নাছির শাহী, মিলাদ মোদাচ্ছির, সদস্য ফয়সাল আসির, সাহেদ খান, মাহমুদুর রহমান, মোঃ ফায়েল খান প্রমুখ।
বক্তরা বলেন ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান হলে ও সন্দ্বীপের মানুষের জন্য এবারের ঈদ ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঈদ,২৮ জুন কুমিরা ঘাটের ঘটনায় এবং তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠানো সন্দ্বীপ বাসীর জন্য একটি লজ্জাকর ইতিহাস, নিরাপদ নৌ যাতায়াত সন্দ্বীপ বাসীর যুগের পর যুগের দাবী কিন্তু সন্দ্বীপের মানুষ আজও নিরাপদ নৌ যাতায়াত পায়নি, বক্তৃারা আর ও বলেন কুমিরা ঘাটের ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করার আহ্বান জানান।