বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বর্তমানে দেশের এই ক্রান্তিকালীন সময়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে কীভাবে কাজ করা যায় তা নিয়ে মতবিনিময় সভা হয়। সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বৈষম্য বিরোধী আন্দোলন যে সকল ছাত্রজনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে অংশ গ্রহনকারী সকল ছাত্রজনতার প্রতি।
তিনি আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে রাজনৈতিক রোষানলে পড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদেরকেও কৃতজ্ঞভরে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক যায় যায় দিন ও দেশ বর্তমান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামাতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এস এম হালিম উল্ল্যাহ, শূরা কর্মপরিষদ সদস্য মাস্টার জাপর ইকবাল, শূরা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন সিরাজী, তথ্য ও প্রচার সম্পাদক শাহেদ খান, শূরা কর্মপরিষদ সদস্য আবদুল ওয়াদুদ কাউছার,, মাওলানা সোলাইমান চৌধুরী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জিয়াউল হাসান।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর মধ্যে আরো উপস্থিত ছিলেন
যুগ্ম সম্পাদক প্রথম বাংলা প্রতিনিধি মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক ভোরের আওয়াজ ও বর্তমান কথা প্রতিনিধি মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক আজকালের সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যকারি সদস্য বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।