বাংলাদেশ স্কাউটস হাটহাজারী উপজেলার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা স্কাউটস এর কমিশনার রণজিৎ কুমার নাথ এর সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মো.শাহিদুল আলম। উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক সৈয়দ নুরুল আবছার ও মো. চাঁন মিয়ার যৌথ সঞ্চালনায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন উপজেলা স্কাউটস এর সম্পাদক মো.সেলিম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি শিমুল কান্তি মহাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দীন মজুমদার, একাডেমিক সুপারভাইজার মুসলিম উদ্দীন, চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস এর উপ-কমিশনার (সংগঠন) মো.সোলায়মান, জেলা স্কাউটস এর সহ সভাপতি মো.ফিরোজ চৌধুরী ও জেলা স্কাউটস এর সহকারী কমিশনার (সংগঠন) মো.সেলিম উদ্দীন, ইউনিট সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন মো. রমজান আলী, এমরান হোসাইন, মো. গিয়াসউদ্দিন, বিজয় দত্ত, মো.আরিফুল ইসলাম চৌধুরী, ফরিদুল আলম, রুপাঞ্জলি ধর, ফেরদৌস সুলতানা। অনুষ্ঠানের শুরুতে কোররান তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করেন মীর মহিউদ্দিন, রতন দেওয়ানজী ও তপন কুমার বড়ুয়া প্রমুখ।
২য় পর্বে সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি মো.ফিরোজ চৌধুরী। এতে উপজেলার আওতাধীন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিডারবৃন্দ কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত কাউন্সিলের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম পদাধিকারবলে সভাপতি, মো.সেলিম কে সম্পাদক,সৈয়দ নুরুল আবছারকে যুগ্ম সম্পাদক, রণজিৎ কুমার নাথকে কমিশনার, শিমুল কান্তি মহাজন, নিয়াজ মোর্শেদ,মো. গিয়াসউদ্দীন, রমজান আলী ও মো.শাহাবুদ্দীন চৌধুরীকে সহ-সভাপতি ও অশোক কুমার নাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।