সন্দ্বীপের সামাজিক ও মানবিক মূল্যবোধ মূলক সংগঠন বাদশা মিয়া ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিক্ষা ২০২২ / ৯ ডিসেম্বর শুক্রবার সকাল দশটায় মগধরা ইউনিয়নের দুটি কেন্দ্র অনুষ্ঠিত হয়।
মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের পিতার নামে এবং তারই পৃষ্ঠ পোষকতায় এ পরিক্ষা গ্রহন করা হয়।
আয়েশা আনোয়ারা মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক নুরুজ্জামান কামাল ও সহকারী সচিব মাওলানা সাইফুল ইসলাম, মগধরা হাজারে ইসলাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শান্তিলাল মজুমদার ও সহ সচিব প্রধান শিক্ষা আবুল মুনসুর মোল্লা জানান এবারের পরিক্ষায় মগধরা ও মুছাপুর ইউনিয়নের ৪র্থ ও ৫ম শ্রেণীর ৫৬ টি প্রতিষ্ঠানের ৪৮৪ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহন করে।
পরিক্ষার হল পরিদর্শন ও সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সহকারী কমিশনার ভূমি মোঃ মঈনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওয়াব, সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মগধরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, প্রধান শিক্ষাক ইউছুপ আলী মামুন, প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান শিবলী, হল সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা কাজী নিজাম উদ্দীন, কেন্দ্র পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মাস্টার আবদুর রহমান, মাস্টার সোলাইমান, মাস্টার নাছির উদ্দীন, মোঃ রাসেল, অনলাইন সাংবাদিক মাকছুদ আলম, জিহাদুল ইসলাম প্রমুখ।