সন্দ্বীপের মানবিক শিক্ষা সাংস্কৃতিক ও ক্রিড়া মুলক সংগঠন বাদশা মিয়া ফাউন্ডেশনের আয়োজন স্মৃতি বৃত্তি সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশা মিয়া ফাউন্ডেশনের সভাপতি ও ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওহাব, সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক মোঃ সিরাজ। এতে বিচারকের ভুমিকা পালন করেন মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের উপধাক্ষ সিরাজুল মাওলা, কবি সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকন, ও সমাজকর্মী নুরুল আনোয়ার হিরন, উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক নুরুজ্জামান কামাল, সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন বাদশা মিয়া ফাউন্ডেশনের পরিচালক এস এম সাইফুল ইসলাম ছানু, ও সহযোগিতায় ছিলেন মাকছুদ আলম, মোঃ রাসেল, জিহাদুল ইসলাম, মাস্টার আবদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে মোছাদ্দেকুল মাওলা, ফখরুল ইসলাম, মোঃ আবু সায়েদ, হামিদুল্ল্যাহ , শান্তিলাল মজুমদার, আবুল হোসেন, আবু ছাপা, আরিফ খান, কাজী মুজিবুর রহমান শিবলী, আবুল মুনসুর মোল্লা, মিজানুর রহমান, ফেরদৌসী বেগম।
এবারের বৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪১ টি প্রথমিক বিদ্যালয় ১১ টি মাদ্রাসা মোট ৯৫ জন কে বৃত্তি স্বরুপ নগদ টাকা ক্রেষ্ট সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ও আলাদা ভাবে পুরুষ্কার প্রদা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার মোঃ সোলাইমান।