বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা শাখার ১০ কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭মে) সকালে পৌরসভা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের সঞ্চালনায় এবং পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
এতে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সহ-সভাপতি ভিপি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন সহ পৌরসভার সকল কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে সবাইকে। আওয়ামীলীগের তৃণমূলের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সকল প্রকার গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।