বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার প্রধান দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেয়া হবে না। নেতাকর্মীরা যার যার অবস্থানে থাকুন। নবাবগঞ্জে কোন ভাবেই বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না।