হাটহাজারীর কোথাও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কোন ধরনের চাঁদাবাজি, দখলবাজি, দোকানপাট লুট, জমিজমা দখল ইত্যাদি অপকর্ম করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে হাটহাজারী পৌরসভা বিএনপি আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস শুকুর মেম্বার, উপজেলা বিএনপি সিনিয়র সদস্য ইসমাঈলসহ উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনহা টহাজারীতে দলের নাম ভাঙিয়ে অপকর্ম ঠেকাতে নিমোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে (+৯৭১৫৫৮১৯১৮৪৫) কোন অপকর্মের তথ্য থাকলে উপযুক্ত প্রমানসহ যোগাযোগ করার জন্য আহ্বান জানান।
প্রসঙ্গত, অন্তর্বতীকালীন সরকার গঠনের পর থেকে হাটহাজারীতে কোনও অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হওয়ার ব্যাপারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা রয়েছে কঠোর অবস্থানে।