বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক দফা একদাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রোডমার্চ সফল করতে চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই সদরে বিএনপি মঞ্চ নির্মাণ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাবেক এমপি এমএ জিন্নাহ্ বাড়ি সামনে সভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য, ও রাষ্টদূত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ জেলা উপজেলার বিভিন্ন ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতৃবৃন্দ মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের ৫ তারিখের রোডমার্চ প্রিন্ট ও ইলেক্ট্রনিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভাস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের সকাল থেকে কুমিল্লা ফেনী মীরসরাই হয়ে চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা বিরোধী দল বিগত ১৫ বছর চরম জেল,জলুম, নির্যাতন, মামলা, হামলা বিচার বর্হিভূত হত্যাকান্ডের মধ্যে দিয়ে আমাদের নেতাকর্মীরা জীবন অতিবাহিত করেছে। আমাদের নেত্রী ৩ বারের সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসী আমাদের মা বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অত্যান্ত নাজুক। সরকার ইচ্ছে করে বিদেশে চিকিৎসা জন্য সুযোগ দিচ্ছেনা অথচ এটি ৫টি মৌলিক অধিকারের একটি।
তিনি আরো বলেন, বিগত ১১বছর মীরসরাই বিএনপি মাঠে রাজনীতি করতে পারে নাই । এই সমাবেশে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, এখানে মুক্তিকামী সর্বস্তরের জনগণের স্বতস্ফূর্ত সমাগম ঘটবে।’
বৃহস্পতিবারের রোডমার্চ অংশ হিসেবে পথসভা ঘিরে কোন ধরণের কোন ধরণের বাধাবিপত্তির শঙ্কা নেই বলে তিনি জানান।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আজিজুর রহমান, চট্টগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন প্রমুখ।
মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মীরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা উপজেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।