মহান বিজয় দিবস উপলক্ষে মাতৃভূমি সামাজিক সংগঠন সীতাকুণ্ডের প্রায় ৫০০ হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে, স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র ডা. এখলাস উদ্দিন মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী।
কবি ও সাংবাদিক মুহাম্মদ আতাউল হাকিম আরিফের সভাপতিত্বে, মাতৃভূমির সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও ইপসা পোগ্রাম ম্যানেজার শাহ সুলতান শামীম, পাক্ষিক উত্তর চট্টলার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভূমির সাধারণ সম্পাদক শিপলু দাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদি মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন মুক্তিযুদ্ধ ছিলো মূলত রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির দাবীতে, এইদেশের মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য থাকবেনা এমনটি ছিলো আমাদের প্রত্যাশা কিন্তু দূর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধের ৫১ বছর পরেও একটি শ্রেণী হত-দরিদ্র রয়ে গেছে অন্য একটি অংশ বিশাল প্রাচুর্যের অধিকারী, যারা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে, শ্রেণী বৈষম্যের দেয়াল তৈরি করছে, একদিন সময় আসবে তাঁদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। তিনি মাতৃভূমির মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং যেকোনো মহতি উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত সামাজিক সংগঠন ” মাতৃভূমি ” বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করে আসছে, মাতৃভূমির সংগঠকগণ প্রান্তিক পর্যায় থেকে বাছাইকৃত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে টোকেন প্রদানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।