চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ৪নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড।
উৎসব মুখর এ সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের সময় ইমরানের একমাত্র গোলে ৪নং ওয়ার্ড জয়লাভ করে। খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শতরঙ ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন ৪নং ওয়ার্ডের শারাফাত।
পুরস্কার প্রদান করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব রতন নাথ।
এর আগে প্রথম সেমিফাইনাল টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ৬ নং ওয়ার্ড ফুটবল দল।
খেলায় গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে নির্ধারণ হয় ফলাফল, এতে তিনটি বল জালে জড়াতে সক্ষম হয় ৬ নং ওয়ার্ডের খেলোয়াড়রা।
পক্ষান্তরে ২নং ওয়ার্ডের একজন খেলোয়াড় বল জালে জড়াতে না পারায় ফলাফল ৩-২ দাঁড়ায়।
বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলবে ৬নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড। এবং এসময় চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব এসএম আল মামুন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে বলে নিশ্চিত করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহি পায়েল।