চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
বিকেল তিনটায় পৌরসভার ৭নং ওয়ার্ডের খলিলুর রহমান মাঠে মুখোমুখি হয় ৬নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ড।
খেলায় নিদিষ্ট সময়ে ৬নং ওয়ার্ড ৩-১ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এসময় দূরদূরান্ত থেকে আসা দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয় মাঠ।
সীতাকুণ্ড পৌরসভার সাবেক সফল মেয়র ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা নায়েক (অবঃ) সফিউল আলমের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফজলে এলাহি পায়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এসএম আল মামুন।
প্রধান অতিথি বলেন, সোশ্যাল মিডিয়া আসক্তি ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধান মন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি ও পূর্বে থাকা মাঠ সংস্কার করতে নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি এবং কিছু মাঠে টুর্ণামেন্ট চলছে। এসময় তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সীতাকুণ্ড পৌরসভার ১নং থেকে ৯নং ওয়ার্ডের সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ,পূজা উদযাপন পরিষদের নেতৃত্ববৃন্দ সহ সীতাকুণ্ডের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।