ভারতীয় বিচারপতিসহ ত্রিপুরা রাজ্যের ৩৮ জন ভারতীয় পর্যটক কে ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুত্রুবার( ২৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে এই শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, শুক্রবার বিকালে ভারতীয় বিচারপতিসহ ত্রিপুরা রাজ্যের ৩৮ জন পর্যটক পতেঙ্গা সমূদ্র সৈকত ভ্রমণে আসেন। টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের কর্মকর্তা সহ ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের এ এস পি জনাব ইফতেখার হাসান পিপিএম (বার), ইন্সপেক্টর জনাব, ইসরাফিল মজুমদার সহ অফিসার ও ফোর্সগন ভারতীয় পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেন। এসময় ভারতীয় পর্যটকরা বাংলাদেশ টুরিস্ট পুলিশের কর্মতৎপরতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়শী প্রশংসা করেন এবং তাদের নিবিড় নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সন্মানিত অভিবাবক অতিরিক্ত আইজিপির প্রতি আন্তরিক ভালোবাসাও প্রকাশ করেন।