নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
রাঙ্গুনিয়া এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের জন্য এই ফরম জমা দেন তিনি।
ফরমে প্রস্তাবকারী ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি। এসময় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মোনাফ সিকদারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।