হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে মন্দিরের সীমানায় সরকারি ভাবে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় লাগানো চারা বিনষ্টের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে শ্রী শ্রী গিরি গোবর্ধন ধাম মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার আওতাধীন সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান মেখল শ্রী শ্রী গিরি গোবর্ধন ধামে সাপ্তাহিক গীতা শিক্ষাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে। এবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপজেলায় দেড় লক্ষ চারা রোপন কর্মসূচি গ্রহন করা হয়। তারাই ধারাবাহিকতায় উপজেলা গীতা শিক্ষা কমিটিকে জেলা প্রশাসন প্রদত্ত চারা থেকে বেশ কিছু ফলদ ও ঔষধী চারা প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, ফল ও ঔষধী চারা রোপনের মাধ্যমে বাসযোগ্য আবাস গড়তে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই চারা রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়। মেখল শ্রী শ্রী গিরিগোবর্ধ মন্দির পরিচালনা কমিটি গীতা শিক্ষা কমিটির মাধ্যমে প্রাপ্ত চারা মন্দির চত্বরে রোপণ করেন। চারা রোপনের পর কমিটির অজ্ঞাতসারে কে বা কারা চারাগুলো বিনষ্ট করে ফেলে।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রী শ্রী গিরি গোবর্ধন ধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার নাথ শনিবার বিকালে এ প্রতিবেদককে জানান, বিষয়টি স্থানীয় ইউ পি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে চারা বিনষ্টকারীদের আইনের আওতায় আনার জোর দাবীও জানিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার শ্রীশ্রী গিরি গোর্বদ্ধন ধাম উন্নয়ন কমিটি কর্তৃক মন্দিরের জায়গা পরিমাপ করা হয়েছে। এই সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মন্দিরের পাশ্ববর্তী জায়গার মালিকগন উপস্থিত ছিলেন। মন্দিরের জায়গার পরিমাপের ব্যাপারে সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যে মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করার সিদ্ধান্তও হয়েছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ কুমার নাথ।