মিরসরাই সমিতি ওমান সালালাহ কর্তৃক কুয়েত প্রবাসী মরহুম আনোয়ার হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়িতে উনার ছেলের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
মরহুম আনোয়ার হোসেন এর বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আহছান উল্লাহ সওদাগর বাড়ি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ জনিত সমস্যায় ভুগছিলেন। আর্থিক সঙ্কটের কারণে চিকিৎসা খরচ বহন করা দুঃসাধ্য হয়ে পড়ে। তিনি গত বুধবার রাত ৯ টা নাগাদ ইন্তেকাল করেন। উনার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।একজন প্রবাসীর সমস্যার কথা জেনে মিরসরাই সমিতি ওমান সালালাহর সদস্যরা তার পাশে দাঁড়িয়ে নগদ ২৮ হাজার টাকা তুলে দেন।
মিরসরাই সমিতি ওমান সালালাহর সভাপতি আবদুর রউফ, প্রধান পৃষ্ঠপোষক উজ্জ্বল দেবনাথ, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক আসিফ হোসেন হৃদয় সহ সংগঠনের সকলের সহযোগিতায় এই অর্থ তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার, শিপন সহ অন্যান্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন বাবু বলেন, ঐক্য, সেবা, সংস্কৃতি ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করি। মানবসেবা ও মানবকল্যাণে আমরা যাতে সবার পাশে থাকতে পারি সবাই দোয়া করবেন।