মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা।
পুষ্পমাল্য অর্পনকালে প্রেস ক্লাব সেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কেশব বড়ুয়ার (আজাদী), সহ সভাপতি মোহাম্মদ হোসেন (আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক মনসুর আলী (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক আছলাম পারভেজ (ইনবিলাম/চট্টগ্রাম মঞ্চ), দপ্তর সম্পাদক আবু তালেব (পূর্বদেশ ও যুগান্তর), সদস্য বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল( উত্তর চট্টলা), আজিজুল ইসলাম (আমাদের সময়), মো.আলাউদ্দীন(দৈনিক আমাদের অর্থনীতি ও একুশে পত্রিকা), একেএম নাজিম( সূপ্রভাত বাংলাদেশ) প্রমুখ।