চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় বিদ্যুৎপৃষ্টে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মা এবং রাতে মায়ের জানাজা শেষে আইসিইউতে থাকা ছেলেরও মৃত্যু হয়। মৃত শাহানা আক্তার(৩০) ও ছেলে আতিফ (৪) ওই এলাকার প্রবাসী পারভেজের স্ত্রী ও ছেলে।
একই ঘটনায় প্রবাসী পারভেজের মেয়েসহ দুইজন আহত হয়েছে। পারভেজের মেয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার বিকেলে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বনগ্রাম কুষ্ঠ হাসপাতাল গেইট এলাকায় চৌধুরী টাওয়ার নামে একটি বিল্ডিং এ বিদুৎপৃষ্টের ঘটনাটি ঘটে।
জানা যায়, বিল্ডিংটির তৃতীয় তলায় প্রবাসী পারভেজের পরিবার ভাড়া থাকতেন। বিল্ডিং এর পাস ঘেঁষে ছিল ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতিক লাইন সংযোগ। সেখানে প্রতিবেশীর চাবির রিং আটকে যায়। প্রবাসী পারভেজের স্ত্রী স্টিলের পাইপ দিয়ে আটকে থাকা চাবির রিং নেওয়ার চেষ্টা চালানোর সময় এক পর্যায়ে বিকটশব্দে বিদ্যুৎপৃষ্ট হন শাহানা আক্তার, তার কোলে থাকা চার বছর বয়সী ছেলে , পাশে থাকা সাত বছর বয়সী মেয়ে ও এক চিকিৎসকের ছেলেসহ চারজন আহত হয়।
আহতদের মধ্যে গৃহবধূ শাহানা আক্তার ও তার পুত্র সন্তানকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল হোসেন ইমু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোমবার রাতে শাহানা আক্তার ও মঙ্গলবার আতিফের দাপনকাজ সম্পন্ন করা হয় বলে জানান।