সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে বক্তৃারা বলেন, মাস্টার শাহাজাহান বিএ ছিলেন সন্দ্বীপ আওয়ামী রাজনৈতির বটবৃক্ষের ছায়া, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংঘঠক, বঙ্গবন্ধু হত্যকান্ডের পর ৭৫ উত্তর রাজনীতি করা কঠিন ব্যপার ছিল সে সময়ে তিনি আওয়ামী লীগের হাল ধরছেন, ৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে কেউ রাজী ছিল না, তিনি প্রার্থী ছিলেন সন্দ্বীপ থেকে, জিয়া এরশাদের সামরিক শাসনে মামলা হামলার ঘাত প্রতিঘাত মোকাবিলা করে দুঃসময়ে আওয়ামী লীগকে সামনের দিকে নিয়ে গেছেন।
২০০১ সালের নির্বাচনের পর সন্দ্বীপে আওয়ামী পরিবার যখন বাড়িঘর ছাড়া, জোট সরকারের সময়ে যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, সে সময়ের তিনি আওয়ামী লীগের কান্ডারী হয়ে ও জীবনের শেষ দিন পর্যন্ত আমৃত্যু দলের জন্য কাজ করে গেছেন। ২৩ জানুয়ারি ২৪ মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বক্তৃরা এসব কথা বলেন।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দীন আহম্মেদ, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ, যুগ্ম সম্পাদক বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশ্রাফ উল্ল্যাহ আসিফ মেম্বার, আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দলা সীমান্ত, ও এবি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাফর, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।