আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলছেন মাস্টার শাহাজাহান বিএ ছিলেন সন্দ্বীপের আওয়ামী রাজনৈতির বটবৃক্ষ, তার সাথে জিয়া এরশাদ খালেদার দুঃশাসনকালে সন্দ্বীপের সকল ইউনিয়নে গিয়ে আওয়ামীলীগকে সু সংগঠিত করছি, তার অবদান আওয়ামী রাজনৈতির জন্য অনেক, আগামী প্রজম্ম তাকে চিরকাল স্মারন করবে। তিনি ১৯ ফেব্রয়ারি রবিবার বিকালে উপজেলা কমপ্লেক্স মাঠে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মাস্টার শাহাজাহানের স্মরণ সভায় উপরোক্ত কথা বলেন।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ও নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ও সহ প্রচার সম্পাদক সোহরাব হোসেন সোহাগের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মাস্টার শাহাজাহানের পুত্র নাদিম শাহ আলমগীর, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সেলিম উদ্দিন, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান তুষার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য নুরুল ইসলাম নজরুল, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেজাউল করিম, সন্দ্বীপ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ মুহাম্মদ শামীম উদ্দিন, জার্মান আ.লীগের সহ সভাপতি আবু জাপর স্বপন, সন্দ্বীপ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শামীম, ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত প্রমুখ।
উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তফু, সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাপর উল্লাহ টিটু, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর , আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা , গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার সহ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠন হাজার হাজার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাস্টার শাহাজাহান বিএ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ৩৪ বছর সভাপতি ও ২৫ বছর বাউরিয়া ইউপি চেয়ারম্যান ও তিনবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, গত ২৩ জানুয়ারি তিনি মৃত্যু বরণ করেন।