চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেছেন, “শুধু ভালো পুলিশ চাই বললে হবে না, আপনাকে ভালো পুলিশ বানাতে ভূমিকা রাখতে হবে। আপনাদের মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। তাহলেই ভালো পুলিশ পাওয়া সম্ভব হবে।”
শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসদরের বাস স্টেশন এলাকায় অনুষ্ঠিত নাগরিক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, এএসপি (অর্থ ও প্রশাসন) ওয়াসিম ফিরোজ, এএসপি (অপরাধ) আসাদুজ্জামান, এএসপি (ডিবি) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ খান, ডিআইজি স্টাফ অফিসার সৌমিত্র চাকমা,মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান প্রমূখ।
সংক্ষিপ্ত সভায় হাটহাজারী নাগরিক কমিটির সমন্বয় নজরুল ইসলাম, সদস্য সচিব নাজিরহাট কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে ডিআইজি আহসান হাবিব পলাশ হাটহাজারী মডেল থানা পরিদর্শন করেন।