মিরসরাইয়ে গোয়াল ঘরে আগুন লেগে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু হয়। রোববার (২৪মার্চ) মধ্যরাতে উপজেলার খাইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আব্দুল মালেকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের সম্পুন্ন গোয়াল ঘর, একটি খড়ের গাদাও পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে।
আব্দুল মালেক জানান, রোববার রাত প্রায় ২টার পর কে বা কারা তার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় গোয়াল ঘরে থাকা দুইটি বড় গাভী ও একটি বাচুর পুড়ে ঘরের মধ্যে মারা যায়। গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের গাদাও সম্পুন্ন পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা যাওয়া গরু ৩ টির দাম প্রায় দুই লাখ টাকা। আগুনে মোট ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই নেই। গত বছরের ফেব্রæয়ারি মাসেও তার গোয়াল ঘর থেকে ৪ টি বড় গরু চুরির ঘটনা ঘটে।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, গোয়াল
ঘরে আগুন লেগে ৩টি গরুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভূক্তভোগী পরিবার থানায় লিখিত কোন অভিযোগ করেনি।