চট্টগ্রাম 3:17 am, Thursday, 5 December 2024

মিরসরাইয়ের করেরহাটে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা

চট্টগ্রামের মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১২ মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওইদিন সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদয়ন ক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজ সেবক মহসীন আলী, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি জানে আলম, সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, শহীদ উল্লাহ, সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন কিরণ, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন সহ উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, মিরসরাই উপজেলায় যেকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে করেরহাট উদয়ন ক্লাব। প্রতিবছর এই সংগঠনের উদ্যোগে উপজেলা ব্যাপী মেধাবৃত্তির আয়োজন করা হয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকতে পারবে। আমি আশা করবো এই মেধাবৃত্তি টা যেন সবসময় চালু থাকে।

সবশেষে অতিথিরা শহীদ বীর মুক্তিযোদ্ধা দুই পরিবারের নগদ অনুদান, ৮৪ জন শিক্ষার্থীকে উদয়ন মেধাবৃত্তির ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৫ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ফকির শাহবুদ্দিন এবং সবশেষে লাকি কুপন ড্র আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ের করেরহাটে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Update Time : 04:17:59 pm, Monday, 13 March 2023

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা

চট্টগ্রামের মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১২ মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওইদিন সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদয়ন ক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজ সেবক মহসীন আলী, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি জানে আলম, সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, শহীদ উল্লাহ, সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন কিরণ, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন সহ উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, মিরসরাই উপজেলায় যেকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে করেরহাট উদয়ন ক্লাব। প্রতিবছর এই সংগঠনের উদ্যোগে উপজেলা ব্যাপী মেধাবৃত্তির আয়োজন করা হয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকতে পারবে। আমি আশা করবো এই মেধাবৃত্তি টা যেন সবসময় চালু থাকে।

সবশেষে অতিথিরা শহীদ বীর মুক্তিযোদ্ধা দুই পরিবারের নগদ অনুদান, ৮৪ জন শিক্ষার্থীকে উদয়ন মেধাবৃত্তির ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৫ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ফকির শাহবুদ্দিন এবং সবশেষে লাকি কুপন ড্র আয়োজন করা হয়েছে।