মিরসরাইয়ের সন্তান সোহাগের বদৌলতে, ব্রাজিলের কিংবদন্তী রোনালদোর মুখে বাংলাদেশের নাম। রোনালদো ব্রাজিলের ফুটবল তারকা। তিনি একজন খ্যাতিমান স্ট্রাইকার। তার পুরো নাম রোনাল্দো লুইস নাজারিও ডি লিমা। ব্রাজিলের হয়ে দুইবার জিতেছেন বিশ্বকাপ। এছাড়া ইউরোপের চ্যাম্পিয়ন্সলিগের শিরোপাও ছুঁয়ে দেখেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।
ব্রাজিলের এই কিংবদন্তী ফুটবলার, যার পায়ের জাদুতে মুগ্ধ ছিল গোটা ফুটবল বিশ্ব। অবসরের পর এখন বিশ্লেষণ আর অতিথি হিসেবে সময় পার করছেন। ১৯৯৪৷ ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে নিজের স্বরূপ দেখিয়েছিলেন তিনি। এবার কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে রয়েছে সেখানে। সেখান থেকেই সকল বাংলাদেশিকে ভালোবাসা জানিয়েছেন রোনালদো।
সামাজিক মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে একটি ভিডিও পোস্ট করেছেন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার সুজাউল হকের পুত্র মোহাম্মদ সোহাগ। ওই ভিডিওতে সোহাগ বাংলাদেশিদের উদ্দেশ্যে রোনালদোকে কিছু বলতে বলেন। রোনালদো তখন বলেন, হাই এভরিওয়ান। বিগ কিস ফর এভরি বাংলাদেশিস।’ সকল বাংলাদেশিকে ভালোবেসে চুমু দিয়েছেন রোনালদো। পরে রোনালদোকে ধন্যবাদ জানান সোহাগ।