মিরসরাইয়ে অনুমোদনহীন স্থাপন উচ্ছেদ করেছে বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষ। গত সোমবার (২৪এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে পৌরসভার ৮ নন্বর ওয়ার্ডের শান্তির হাট এলাকায় প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি’র নির্মান করা স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।
এ নিয়ে মঙ্গলবার বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র রেজাউল করিম সাংবাদিকদের জানান, তিন ফসলি জমিতে কোন ধরণে স্থাপনা নির্মানে অনুমোদন না দেওয়ার সরকারি ভাবে নির্দেশনা রয়েছে। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী পৌর কর্তৃক অনুমোদন না নিয়ে কোন ব্যক্তি কোন ধরণের স্থাপনা নির্মান করতে পারবে না। পৌর থেকে অনুমোদন না নিয়ে তিন ফসলি জমিতে ফখরুল ইসলাম খান স্থাপনা নির্মান করার সত্যতা পেয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর দ্বিতীয় তফসিলের ৩৬ (৩) ক্রমিকের আলোকে জনস্বার্থে অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও এসব জায়গা নিয়ে স্থানীয়দের নানান অভিযোগ রয়েছে ফখরুল ইসলাম এর বিরুদ্ধে।
স্থাপনা উচ্ছেদের পর থেকে ফখরুল ইসলাম নিজের ফেসবুক লাইভে এসে বিভিন্ন ভাবে অপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ দিকে ফখরুল ইসলাম খানের ম্যানেজার দিল মোহাম্মদ জানান, তার চার একর জাগয়া জুড়ে অস্থায়ী ভাবে সীমান প্রাচীর নির্মান করছিলেন। স্থায়ী ভাবে সীমানা প্রাচীর নির্মানের অনুমোদনের জন্য পৌর সভার একটি আবেদনসহ নকশা জমা দিয়েছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ তাদের নকশা অনুমোদন দিচ্ছেনা বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তাদের স্থাপনা উচ্ছেদের জন্য পৌর সভা থেকে কোন নোটিশও করা হয়নি বলে অভিযোগ করেন।
নোটিশ না দেয়ার অভিযোগ সম্পর্কে বারইয়ারহাট পৌর সভার নির্বাহী কর্মকর্তা সমর চাকমা জানান, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার স্থাপনা নির্মানকারীদের একাধিকবার মৌখিক ভাবে কাজ বন্ধ করতে এবং পৌরসভা থেকে অনুমোদন নিয়ে বলে এসেছেন। কিন্তু তারা কোন কথা না শুনে কাজ চলমান রাখে। ফলে অনুমোদনহীন স্থাপনা আইন অনুযায়ী উচ্ছেদ করা হয়েছে।