চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদ। ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রবিবার ( ২৫ জুন) বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্দিষ্ট সময়ের খেলায় ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা ট্রাইবেকারে গড়ায়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ৬ নং ইছাখালীর মেহেদী। টুর্নামেন্টের সেরা গোলকিপার ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হয়েছেন ইছাখালীর মাহী। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ১৬ নং সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করি রানা।
প্রসঙ্গত ২১ জুন মিরসরাই স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশগ্রহণ করেন।