চট্টগ্রাম 3:59 am, Thursday, 5 December 2024

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে এক আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১০ দিন হাসপাতালে থাকার পর এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তাজুল ইসলাম ( ৩৫)।

বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রীপুর মধ্যম গড়িয়াইশ গ্রামের মরহুম জহুরুল হকের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, তাজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। মহামায়া রাবার ড্যাম এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দ্বিতল ভবন থেকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার ঘাড়ে মারাত্মক আঘাত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে উন্নীত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম জানান, নিহত রাজমেস্ত্রী তার সম্পর্কে চাচাতো ভাই হন। আর্থীক দরিদ্রতার কারনে রাজমেস্ত্রীর কাজ করে পরিবার চালাতেন। ভবন মালিক নির্মান কাজে যথার্থ নিরাপত্তা ব্যাবস্থা না রাখায় কাজ করার সময় দ্বীতল ভবন থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে যায়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়েছে। পরিবারটির উপার্জনক্ষম কেউ আর রইলো না।

ভবনের মালিক মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম জানান, দোতলার কাজ করার সময় তৈরিকৃত মাচাং থেকে পড়ে গিয়ে আহত হন তাজুল ইসলাম। জানাজায় অংশ গ্রহণ করে স্থানীয়দের কাছে তার অনেক প্রশংসা শুনেছি। তিনি অত্যান্ত সৎ ছিলেন। তার পরিবারের জন্য যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম দিদার ও ইউপি সদস্য শামছুল আলম জানান, ভবন নির্মাণের নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারকে সহায়তার ব্যাপারে আমরা কিছুই জানিনা।

এছাড়া চেয়ারম্যান শামসুল আলম দিদার জানান, স্থাপনাটির কিছু অংশ বনবিভাগের জায়গা দখল করে স্থাপন করা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার স্থাপিত রেস্তোরাঁ থেকে নির্গত বর্জ মহামায়া লেকে পানি দূষণ করছে। এতে পানি ব্যাবহারকারী শতাধিক পরিবার বেকায়দায় পড়েছে। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করে নাই।

বিষয়টি জানতে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Update Time : 10:43:53 pm, Thursday, 28 September 2023

চট্টগ্রামের মিরসরাইয়ে এক আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১০ দিন হাসপাতালে থাকার পর এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তাজুল ইসলাম ( ৩৫)।

বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রীপুর মধ্যম গড়িয়াইশ গ্রামের মরহুম জহুরুল হকের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, তাজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। মহামায়া রাবার ড্যাম এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দ্বিতল ভবন থেকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার ঘাড়ে মারাত্মক আঘাত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে উন্নীত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম জানান, নিহত রাজমেস্ত্রী তার সম্পর্কে চাচাতো ভাই হন। আর্থীক দরিদ্রতার কারনে রাজমেস্ত্রীর কাজ করে পরিবার চালাতেন। ভবন মালিক নির্মান কাজে যথার্থ নিরাপত্তা ব্যাবস্থা না রাখায় কাজ করার সময় দ্বীতল ভবন থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে যায়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়েছে। পরিবারটির উপার্জনক্ষম কেউ আর রইলো না।

ভবনের মালিক মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম জানান, দোতলার কাজ করার সময় তৈরিকৃত মাচাং থেকে পড়ে গিয়ে আহত হন তাজুল ইসলাম। জানাজায় অংশ গ্রহণ করে স্থানীয়দের কাছে তার অনেক প্রশংসা শুনেছি। তিনি অত্যান্ত সৎ ছিলেন। তার পরিবারের জন্য যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম দিদার ও ইউপি সদস্য শামছুল আলম জানান, ভবন নির্মাণের নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারকে সহায়তার ব্যাপারে আমরা কিছুই জানিনা।

এছাড়া চেয়ারম্যান শামসুল আলম দিদার জানান, স্থাপনাটির কিছু অংশ বনবিভাগের জায়গা দখল করে স্থাপন করা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার স্থাপিত রেস্তোরাঁ থেকে নির্গত বর্জ মহামায়া লেকে পানি দূষণ করছে। এতে পানি ব্যাবহারকারী শতাধিক পরিবার বেকায়দায় পড়েছে। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করে নাই।

বিষয়টি জানতে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।