শুক্রবার (১৮আগষ্ট) দুপুর ২ ঘটিকা হইতে মিরসরাই উপজেলার প্রাণ কেন্দ্র পার্কইন রেস্টুরেন্ট মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই থানা শাখার উদ্যোগে থানা শাখার সভাপতি, মাওলানা রিদওয়ানুল হক এর সভাপতিত্বে ও মহিউদ্দিন এর সঞ্চালনায়- ওয়ার্ড ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক মাও. আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সংকটময় মুহূর্তে দুর্নীতিবাজ-সন্ত্রাস ও নীতি আদর্শ বিবর্জিত শক্তির বিরুদ্ধে আমাদের শক্তিশালী হয়ে কাজ করতে হবে।
দেশ জাতী ও মানুষের কল্যাণসহ একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে।
প্রধান অতিথি আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কে রাষ্ট্র পরিচালনায় জোরালো কাজ করতে হবে।
তৃণমূল শক্তিশালী করতে প্রধান অতিথি কিছু সাংগঠনিক কৌশল সম্পর্কে আলোচনা করেরন।
তৃণমূল প্রতিনিধি সম্মেলন বক্তব্য রাখেন,জেলা(পশ্চিম) সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী,মাওলানা মনজুর এলাহী শওকত,মাওলানা ইব্রাহিম খলিল,মাওলানা জসিম উদ্দীন,মাওলানা হাফেজ ইলিয়াস,আব্দুল মান্নান মুন্না, ছাত্রনেতা নজরুল তারেক প্রমুখ।
উক্ত প্রতিনিধি সম্মেলন আরো বক্তব্য রাখেন থানা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।